জেলায় আজ সদর উপজেলার বন্যা দুর্গত ব্যক্তিদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার তিনটি ইউনিয়ন- মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ী ইউনিয়নের ছয় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ হিসাবে এসব শুকনো খাবার বিতরণ করেন লালমনিরহাট- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম রাজু-সহ স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।