যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের জন্য মিলওয়াকিতে পৌঁছেছেন। এক ব্যর্থ হত্যা চেষ্টায় ট্রাম্প আহত হওয়ার ২৪ ঘন্টার সামান্য বেশি সময় পর তিনি সেখানে পৌঁছালেন। তার পুত্র এরিক ট্রাম্প এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এরিক ট্রাম্পের পোস্ট করা এক ভিডিও ফুটেজে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিমান ‘ট্রাম্প ফোর্স ওয়ানকে’ মিলওয়াকিতে অবতরণ করতে দেখা যায়।
রিপাবলিকান জাতীয় সম্মেলনে অংশগ্রহণে মিলওয়াকিতে পৌঁছেছেন ট্রাম্প
