নেতানিয়াহুর চাপ বাড়ানোর ঘোষণার সাথে সাথে গাজায় ভয়াবহ হামলা

জুলাই 18, 2024
by

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের উপর চাপ বাড়ানোর ঘোষণা দেয়ার মার্কিন-ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনার আশা ম্লান হয়ে যাওয়ার পর ইসরায়েল বুধবার গাজায় বিমান হামলা চালিয়েছে।
হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ ইসরায়েলকে অভিযুক্ত করে বলেছেন, তারা ইচ্ছাকৃতভাবে একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য আলোচনাকে দুর্বল করছে। কারণ, তারা যুদ্ধ শেষ করতে চায় না।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘সামরিক কাঠামো, যোদ্ধাদের অবকাঠামো, তাদের ইউনিটের অবস্থান এবং অস্থায়ী কাঠামো’ লক্ষ্য করে তারা ২৪ ঘন্টার মধ্যে ২৫টি হামলা চালিয়েছে। বারবার হামাসকে নির্মূল করার ঘোষণা দেয়া নেতানিয়াহু মঙ্গলবার জোর দিয়ে বলেছেন, ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে কোনো পিছু হটবে না। তিনি বলেন, ‘জীবিত সব জিম্মি এবং মৃতদের দেশে ফিরিয়ে আনার এবং যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনে জন্য চাপ আরও বাড়ানোর এটাই ঠিক সময়।’
তিনি পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় এই লক্ষ্যের কথা তুলে ধরে বলেছেন, ‘আমরা তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। আমরা নিরঙ্কুশ বিজয়ের পথে আছি।’
হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
ভূখন্ডের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে তিনটি হামলায় ৩০ জন নিহত হয়েছে। জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে,অন্যটি একটি বাড়িতে এবং তৃতীয়টি একটি মসজিদে হামলা চালানো হয়েছে।
ভূখন্ডের সিভিল ডিফেন্স এজেন্সি পরে বুধবার মধ্য ও উত্তর গাজা জুড়ে ইসরায়েলি অভিযানে ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খান ইউনিসের কাছে তিন শিশু এবং একজন মহিলা নিহত হয়েছেন।
নাসের হাসপাতালের একটি মেডিকেল সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজায় রাফাহ শহরের উত্তর-পশ্চিমে শাকুশ এলাকায় ইসরায়েলি বোমাবর্ষণে দুজন নিহত হয়েছে।
গাজার অন্তত ৯০ শতাংশ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তাদের অনেকেই জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় চাইছে। এর মধ্যে সাতটি স্কুল ৬ জুলাই থেকে ইসরায়েলি হামলার শিকার হয়েছে।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) মঙ্গলবার জানিয়েছে, নয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজা জুড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার শিকার হওয়া নুসিরাতের জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে পরিবারের সাথে আশ্রয় নেয়া উম্মে মোহাম্মদ আল-হাসানাত বলেন, ‘কেন তারা আমাদের টার্গেট করে আমরা তো নিরীহ মানুষ!’ তিনি বলেন,‘আমরা অস্ত্র বহন করি না,শুধু বসে থাকি এবং নিজেদের এবং আমাদের সন্তানদের নিরাপত্তা খোঁজার চেষ্টা করি।’
প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ মে ইসরায়েলের যুদ্ধবিরতি রোডম্যাপ প্রকাশ করার পর থেকে ওয়াশিংটন ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দিচ্ছে।
মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা সত্ত্বেও, ইসরালেয়ল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার কোনো অগ্রগতি হয়নি।
মঙ্গলবার গভীর রাতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে হামাস নেতা অচলাবস্থার জন্য ইসরায়েলকে দায়ী করেন।
রোববার হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর দলটি বর্তমান আলোচনা থেকে সরে আসছে কিন্তু যদি তাদের মনোভাব পরিবর্তন হয় তবে তারা ফিরে আসতে প্রস্তুত।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের নির্বিচার, নৃশংস হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৩৮,৭৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
যুদ্ধ উপকূলীয় অঞ্চলকে ধ্বংস করেছে এবং গাজাবাসীকে খাদ্য, ওষুধ এবং মৌলিক পণ্যের সংকটে ফেলেছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন বলেছেন, গত মাসে শুধুমাত্র ১৬টি সাহায্য ট্রাক কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে। তখন সেখানে আরো কয়েক ডজন ট্রাক ছিল। এখনও সে গুলো অপেক্ষমান রয়েছে।
সাহায্যের জন্য গাজা ও মিশরের সাথে সংযুক্ত প্রধান ক্রসিং পয়েন্ট রাফাহ ইসরায়েল কয়েক মাস ধরে বন্ধ করে রেখেছে।
ডাব্লিউএইচও আরও বলেছে,অঞ্চলটির ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৫টি আংশিকভাবে কাজ করছে এবং অক্টোবর থেকে গাজায় স্বাস্থ্য সুবিধার বিরুদ্ধে এক হাজারেরও বেশি হামলা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দেশবাসীকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ক্রিকেটারদের

ঢাকা, ২২ আগস্ট ২০২৪: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য

সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির