নাটোর, ১১ আগস্ট, ২০২৪ : নাটোর জেলা আইন শৃংখলা কমিটির সভা আজ রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নাটোর জেলার আইন-শৃংখলা পরিস্থিতি সকলের সমন্বিত প্রচেষ্টায় স্থিতিশীল আছে। সভায় বক্তারা জেলার বিদ্যমান আইন শৃংখলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোক্তাদির রহমান, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাইল করিম প্রমুখ।
জেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন।