ভোলা, ১১ আগস্ট,২০২৪ : জেলায় চলতি অর্থবছর ১ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। এছাড়া গত অর্থবছরে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ৮২ হাজার ৫০০ মেট্রিক টন। আর উৎপাদন হয়েছিল ১ লক্ষ ৮৪ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য ৭ থেকে ৮ হাজার কোটি টাকা। চলতি বছরেও ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্র ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাসস’কে বলেন, জেলায় গত বছর যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়েছিল তা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩২ ভাগ। মূলত মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। এ বছর ইলিশের মৌসুম ইতোমধ্যে শুরু হয়েছে। জেলার বিভিন্ন নদ-নদী ও সাগর মোহনায় ইলিশ পড়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ইলিশ পাওয়া যাবে।
এদিকে চলতি মৌসুমী ইলিশ ধরা পড়া শুরু হওয়াতে ব্যস্ততা বেড়েছে জেলেদের। দিন-রাত নদী ও সাগর মোহনায় জেলেরা ইলিশ শিকারে ব্যস্ত সময় কাটাচ্ছে। যদিও নদীর তুলনায় সাগর মোহনায় বেশি ইলিশ পাওয়া যাচ্ছে। জেলেরা স্বপ্ন দেখছেন ইলিশের প্রাচুর্যতায় তাদের অভাব দূর হবে।
জেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন, নদীর তুলনায় সাগর মোহনায় ইলিশের প্রাপ্তিটা বেশি হচ্ছে। সামনে বৃষ্টিপাত আরো বাড়ার সাথে সাথে নদ নদীর পানি বৃদ্ধি পাবে। সেই সাথে নদীতেও ইলিশের সরবরাহ বাড়বে । তাই গভীর সমুদ্রে ইলিশ আহরণে আমাদের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। এখানকার ইলিশ হাতিয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।