এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি ব্যবসায়ীদের

আগস্ট 12, 2024
by

ঢাকা, ১২ আগস্ট, ২০২৪ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের অপসারণের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।
সোমবার রপ্তানিখাত সংশ্লিষ্ট ২৭টি ব্যবসায়ী সংগঠনের এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই দাবি জানান। তারা বলেন, এনবিআর চেয়ারম্যান আগামীকালের মধ্যে অপসারিত না হলে সকল ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে চেয়ারম্যানের কার্যালয় রাজস্ব ভবন ঘেরাও করা হবে। তাকে অব্যশই চলে যেতে হবে।
রপ্তানিমূখী নিটওয়্যার পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি করছি। একইসাথে আমরা বলবো ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উত্তোরণ আপাতত স্থগিত রাখতে হবে। বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই উত্তোরণ বন্ধ রাখা প্রয়োজন।’
সভায় অংশগ্রহণকারি ব্যবসায়ীদের মতামত তুলে ধরে এই ব্যবসায়ী নেতা বলেন, বাংলাদেশে বিগত কয়েক বছর আর্থিকখাতের তথ্য-উপাত্তকে ম্যানুপুলেট করা হয়েছে। এই ভুল তথ্যের ওপর ভিত্তি করে যেসব নীতি গ্রহণ করা হয়েছে সেগুলো এখন সংশোধন করতে হবে। এনবিআরের কর্মকর্তাদের দ্বারা বিগত সময়ে ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই হয়রানি বন্ধ করতে হবে এবং অব্যশই এনবিআরে সংস্কার আনতে হবে।
ব্যবসায়ীরা ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে চান না বলে তিনি জানান।
মোহাম্মদ হাতেম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের সময়ে বেশ কিছু কারখানা ভাংচুর ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারখানাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবসায়ীরা সহযোগিতা করতে চাই। আমরা সরকারের সহযোগী ভূমিকায় থাকবো।’ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু অভিযোগ করেন এক শ্রেণির ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে এসেছে। বৈধ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় ছিলো না, অথচ এমন একটা সরকারকে এভাবে সমর্থন করা কোনোভাবে সমীচীন হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে সংগঠিত গণঅভ্যুত্থানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আব্দুল আওয়াল মিন্টুৃ বলেন, জনপ্রতিনিধিত্বশীল নয় এমন সরকার আবার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে অরাজকতা তৈরি হতে পারে। তিনি দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।      
বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি অত্যন্ত চমৎকার সিদ্ধান্ত মন্তব্য করে তিনি সরকারকে ধন্যবাদ জানান।
বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন, কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না। বিগত সরকারের সময়ে ব্যবসায়ীরা যেভাবে চাটুকারিতা করেছে তাতে তিনি লজ্জিত বলে উল্লেখ করেন।
বিজিএমইএ’র পরিচালক শামস মাহমুদ শিল্প-কারখানায় নিরাপত্তা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 
সভায় এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবুল কাশেম হায়দার, বিজিএমইএ’র সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, বাংলদেশ টেরি টাওয়েল ও লিনেন ম্যানুফেকচারাস্ এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন সোহেল, বিজিএপিএমইএ’র সভাপতি মো. কাহরিয়ার প্রমূখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

২৯ বছর পর আগের নামেই ফিরল ‘জিয়া উদ্যান’

ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের নাম জিয়া উদ্যান পুনর্বহাল

হাসিনার দোসররা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে : কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, আমাদের যে