বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে চোখ পাকিস্তান অধিনায়ক

আগস্ট 12, 2024
by

করাচি, ১২ আগস্ট ২০২৪ : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ জয়ে চোখ পাকিস্তান অধিনায়ক শান মাসুদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই বলে মনে করেন তিনি। মাসুদ জানান, টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌঁড়ে টিকে থাকতে  আমাদের লক্ষ্য সিরিজ জয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে ২০২৩-২৫-এর চক্রে বর্তমানে পঞ্চমস্থানে রয়েছে পাকিস্তান। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৩৬ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে পাকিস্তান।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে আরও ৯টি ম্যাচ রয়েছে পাকিস্তানের। বাকী ম্যাচগুলোতে জয়ই প্রধান লক্ষ্য মাসুদের। তিনি জানান, দলের সাফল্যের জন্য ইতিবাচক ও আক্রমনাত্মক মানসিকতা গুরুত্বপূর্ণ।
মাসুদ বলেন, ‘আমরা যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে চাই, তাহলে আমাদের জিততে হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং বিভাগেই আমাদের ভালো করতে হলে ইতিবাচক মানসিকতা দেখাতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য, পাকিস্তানের জন্য সেরা ফলাফল অর্জন করা। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাকী ৯ ম্যাচের বেশিরভাগ লড়াইয়ে আমরা জিততে চাই।’
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাকী নয় ম্যাচের ৭টিই ঘরের মাঠে খেলবে পাকিস্তান। নিজেদের পরিচিত কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চান মাসুদ, ‘আমাদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে আমরা ঘরের মাঠে খেলতে যাচ্ছি এবং খেলোয়াড়রা কন্ডিশনের সাথে বেশ পরিচিত। আমাদেরকে ঘরের মাঠের সুবিধা নিতে হবে। কিন্তু শারিরীক ও মানসিকভাবে যে চাপ আসবে সেগুলোও সামলাতে হবে আমাদের।’
৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ। এ পর্যন্ত ১৩টি টেস্ট খেললেও পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত কোন ম্যাচ  জিততে পারেনি টাইগাররা। ২০১৫ সালে ঘরের মাঠে ড্র হওয়া ম্যাচটি এখন পর্যন্ত টাইগারদের সেরা সাফল্য।
২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা হবার আগে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সরকারি কর্মকর্তাদের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার কঠোরভাবে বারিত করার অনুরোধ

সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের

দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে

ঢাকা, ১১ আগস্ট, ২০২৪ : আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর,রাজশাহী,ঢাকা, ময়মনসিংহ,খুলনা,বরিশাল,চট্টগ্রাম