ঢাকা, ১৪ আগস্ট, ২০২৪ : তথ্য কমিশনের কর্মকর্তা-কর্মচারিদের জন্য আজ রাজধানীতে এক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য কমিশন, বাংলাদেশ-এর প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক তথ্য কমিশনের সম্মেলন কক্ষে আজ সকালে এ প্রশিক্ষণ-কর্মশালা উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান তথ্য কমিশনার বলেন, “দিনের কাজ দিনে শেষ হোক- এই আমাদের প্রতিশ্রুতি”।
তিনি উপস্থিত অংশগ্রহণকারীদের নিজ নিজ কাজে দায়িত্বশীল ও নিয়মানুবর্তী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভদ্র, মার্জিত ও রুচিসম্মত আচরণ, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার সাথে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় তথ্য কমিশন, বাংলাদেশ এর ২৮জন কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
এরই অংশ হিসেবে বেলা ১১.০০টায় তথ্য অধিকার আইনের আওতায় দায়েরকৃত তিনটি অভিযোগের শুনানী শেষে দুটি অভিযোগের নিষ্পত্তি করা হয়। প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক শুনানী গ্রহণ করেন।