ব্যাংকক, ১৮ আগস্ট, ২০২৪ : থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা দেশের উন্নয়নে খোলা মনে কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি এ কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
দায়িত্ব গ্রহণে রাজা মহা ভাজিরাংলংকর্নের সরকারি আদেশ গ্রহণের পর প্রথম মন্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, সরকার প্রধান হিসেবে পার্লামেন্টের সাথে আমি খোলা মনে কাজ করবো। দেশের উন্নয়নে সহায়তা করার জন্যে সব ধরনের ধারনা উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, পেতংতার্ন (৩৭) সাবেক প্রধানমন্ত্রী ও ফিউ থাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার (৭৫) ছোট মেয়ে।
নৈতিকতার মামলায় গত বুধবার ¯্রথো থাভিসিনকে সাংবিধানিক আদালত পদচ্যুত করার দুদিন পর পেতংতার্ন খুব সহজেই দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
পেতংতার্ন হলেন থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তাঁর ফুফু ইংলাক সিনাওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।
পার্লামেন্টের ৪৯৩ আসনের মধ্যে তাঁর দল ও জোটের আসন ৩১৪টি। প্রধানমন্ত্রী হতে বর্তমান আইনপ্রণেতাদের অন্তত অর্ধেক সংখ্যকের সমর্থন প্রয়োজন ছিল তাঁর। পার্লামেন্টে শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়ে, আর বিপক্ষে পড়ে ১৪৫টি।
দেশের উন্নয়নে খোলা মনে কাজ করার অঙ্গীকার নতুন থাই প্রধানমন্ত্রীর
