ব্যাংকক, ১৮ আগস্ট, ২০২৪ : থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা দেশের উন্নয়নে খোলা মনে কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি এ কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
দায়িত্ব গ্রহণে রাজা মহা ভাজিরাংলংকর্নের সরকারি আদেশ গ্রহণের পর প্রথম মন্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, সরকার প্রধান হিসেবে পার্লামেন্টের সাথে আমি খোলা মনে কাজ করবো। দেশের উন্নয়নে সহায়তা করার জন্যে সব ধরনের ধারনা উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, পেতংতার্ন (৩৭) সাবেক প্রধানমন্ত্রী ও ফিউ থাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার (৭৫) ছোট মেয়ে।
নৈতিকতার মামলায় গত বুধবার ¯্রথো থাভিসিনকে সাংবিধানিক আদালত পদচ্যুত করার দুদিন পর পেতংতার্ন খুব সহজেই দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
পেতংতার্ন হলেন থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তাঁর ফুফু ইংলাক সিনাওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।
পার্লামেন্টের ৪৯৩ আসনের মধ্যে তাঁর দল ও জোটের আসন ৩১৪টি। প্রধানমন্ত্রী হতে বর্তমান আইনপ্রণেতাদের অন্তত অর্ধেক সংখ্যকের সমর্থন প্রয়োজন ছিল তাঁর। পার্লামেন্টে শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়ে, আর বিপক্ষে পড়ে ১৪৫টি।