অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে এসেছিলেন । একইদিনে বিসিবিতে হাজির হন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যদিও বা এই ঘটনাকে ক্রিকেট অনুরাগীরা অনেকটা কাকতালীয়ই মনে করছে। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান টাইগার ক্রিকেটার ।
ভবন ঘোরা শেষে তার মাঠে প্রবেশ করলে সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। ড্রেসিংরুমের সামনে থেকে নতুন উপদেষ্টা ইনডোর পরিদর্শন করেন; সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনেও ঘুরে দেখেন তারা।
আজ যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবি পরিদর্শনে আসায় সকাল থেকেই মিরপুর শের-ই-বাংলায় স্টাফদের ছিল অনেক ব্যস্ততা, ভিড় ছিল গণমাধ্যমকর্মীদেরও। দেশের চলমান অস্থিরতার মাঝে এই দুই ব্যাক্তির বিসিবিতে আগমন যেন হোম অব ক্রিকেটকে হঠাৎই জাগিয়ে তুলেছে।
(সোমবার) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শের-ই-বাংলায় আসেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। খানিক বাদেই আসেন আসিফ মাহমুদ। আজ, বিকেএসপি পরিদর্শনের পর বিসিবি পরিদর্শনে আসেন তিনি। ৫ই অগাষ্ট, সরকার পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় বিসিবি কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়েছে । এর মধ্যেই আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচলাবস্থা কাটানোর জোড় চেষ্টা চালাচ্ছেন। ক্রিকেটাঙ্গনের স্থবিরতা ও আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে ও বিসিবির সার্বিক অবস্থা পর্যবেক্ষণই ছিল এ পরিদর্শনের উদ্দেশ্য।