ঢাকা, ১৯ আগস্ট, ২০২৪ : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের মাঝে ক্ষমতার লালসা আসে নাই যে, ছয় মাসের মধ্যে ভোট করে দিতে হবে।
ছাত্র-জনতার কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়তে আইন, বিচার, শিক্ষা, অর্থনীতিসহ সকল গুরুত্বপূর্ণ সেক্টরে সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।
আজ সোমবার বিকেলে পীরগঞ্জের বাবনপুরে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অন্তর্র্বতী সরকারে যারা আছেন তাদের প্রতি আমরা আস্থা রাখতে চাই। আমরা ক্ষমতার কাঙ্গাল হয়ে যাইনি। তিন মাস বা ছয় মাসের মধ্যে নির্বাচনও চাইনা। আমরা আগে সংস্কারগুলো দেখতে চাই। আমরা প্রাণভরে নি:শ্বাস নিতে চাই। অনুভব করতে চাই টাকার জোরে কেউ আবার ভোট প্রতিহত করতে পারবেনা। টাকার জোরে কেউ গুন্ডা বা পুলিশ কিনতে পারবেনা।
এ সময় গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি রংপুরের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের নেতা মোফাখখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।