ফেনী, ১৯ আগস্ট, ২০২৪ : জেলায় নানা আয়োজনে বাংলা নাটকের প্রবাদপুরুষ নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মোৎসব উদযাপন করা হয়েছে। রোববার দিবসটি উদযাপনে ‘অমৃত ঊষালোকে এসো হে প্রাচ্য কবি’ শিরোনামে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র, ফেনীর সদস্যরা। নাট্যাচার্যের ভাগ্নে ও চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজিব সারোয়ার জানান, রোববার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন এফডিসি মিলনায়তনে নাট্যচার্যের নাটকের উপর পাঠ, কবিতা আবৃতি, স্মৃতিচারণমূলক সভা করা হয়। আলোচনায় সভাপতিত্ব করেন কবি মঞ্জুর তাজিম। আলোচনায় অংশ নেন ফেনীর সাহিত্যাঙ্গনের ব্যক্তিরা। এতে উপস্থিত ছিলেন- দাউদ ঊল ইসলাম, শামীম পাটোয়ারী, তাহমিনা তোফা সীমা, আলমগীর মাসুদ, পৃথ্বীরাজ, অজিত বরুণ দাস, গোলাম জাবের প্রমুখ।
এর আগে আজ সকালে সোনাগাজীর মঙ্গলকান্দির ইউনিয়নের সেনেরখিলে নাট্যাচার্যের গ্রামের বাড়িতে বৃক্ষরোপণ, স্মৃতিচারণ, নাটকের উপর পাঠচক্রের আয়োজন করা হয়েছে বলে জানান রাজীব।