ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশত্যাগ করেন শেখ হাসিনা। গঠন হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই একের পর এক মামলা হতে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।
এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ৩৩টি মামলা হয়েছে। যার মধ্যে ২৭টি হত্যাকাণ্ডের। বাকী চার মামলা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য করা হয়েছে। এছাড়া গুমের অপরাধেও করা হয়েছে একটি মামলা।
সবশেষ মামলা হয়েছে সিলেটে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ৮৬ জন নেতাকর্মীদের বিরুদ্ধে বুধবার (২১ আগস্ট) মামলা দায়ের করা হয়। গত ৪ আগস্ট সিলেটে আন্দোলনকারীদের ওপর হামলা করায় এ মামলা দায়ের করা হয়। সিলেট মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়ার কাছে এ মামলা দায়ের করেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ। এতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে আসামি করা হয়েছে।
এ মামলায় আরও আসামি করা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আনিসুর রহমান এবং সালমান এফ রহমানকে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন।