ওয়েলিংটন, ২২ আগস্ট, ২০২৪: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নিক্ষিপ্ত ছাই আকাশে ছড়িয়ে পরায় বৃহস্পতিবার নিউজিল্যান্ডে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এটি আগামী ‘সপ্তাহ থেকে মাস’ পর্যন্ত নিঃসৃত হতে পারে।
হোয়াইট আইল্যান্ডের এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২০১৯ সালে ২২ জনের মৃত্যু হয়েছিল।
একসময় পর্যটকদের কাছে জনপ্রিয় এই দ্বীপটি নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) এবং দেশের বৃহত্তম শহর অকল্যান্ড থেকে ২০০ কিলোমিটার দূরে।
জাতীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে, আগ্নেয়গিরির ছাই ফ্লাইট পথ জুড়ে প্রবাহিত হওয়ায় ১০টি ফ্লাইট বৃহস্পতিবার রাতে বাতিল করা হয়েছে।
এয়ারলাইন্সের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ছাইয়ের কুন্ডলি অকাশ পথ থেকে সরে যাওয়ার পরে ফ্লাইটগুলো আবার শুরু হয়েছে।
স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যায়, এই মাসের শুরুতে ‘ছোট বিস্ফোরণমূলক কার্যকলাপ শুরু হয়েছিল।’
গবেষণা প্রতিষ্ঠান জিএনএস সায়েন্স এক মনিটরিং বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
তারা সতর্ক করে বলেছে, ‘এই কার্যকলাপ কিছু সময়,সপ্তাহ থেকে মাস পর্যন্ত চলতে পারে।’