নয়াদিল্লি, ২২ আগস্ট, ২০২৪ : ভারতের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৩০ জন আহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
দ্য হিন্দু জানিয়েছে, বিস্ফোরণ এতো শক্তিশালী ছিল যে এতে হতাহতদের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে তাদের অঙ্গপ্রত্যঙ্গ ঘটনাস্থলে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
বুধবার বিকেলে অন্ধ্র প্রদেশের আনাকাপলি জেলায় একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে আগুন লাগে। জেলা পুলিশ সুপার এম. দীপিকা এএফপিকে বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। ভবনের ভেতরে আর কেউ আটকা পড়ে নেই।
তিনি বলেন, ‘(এখানে) ১৭ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে।’
দীপিকা বলেন, তদন্তকারীরা মনে করছেন গ্যাস লিক থেকে এ বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা এম বুচাইয়া দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, বিস্ফোরণে আহতরা ভয়ঙ্কর রাসায়নিকে পুড়ে গেছে।
তিনি বলেন, এটি ভয়ঙ্কর, হৃদয়বিদারক। যারা বেঁচে গেছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় তারা জ্ঞান হারানোর আগ পর্যন্ত চিৎকার করছিল।