অ্যাপল আবারও তাদের গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে যাচ্ছে। আইফোনের নতুন সিরিজ, আইফোন ১৬, নিয়ে ইতোমধ্যে প্রযুক্তি জগতে তোলপাড় শুরু হয়ে গেছে। প্রতিবারের মতো এবারও বেসিক মডেলের পাশাপাশি আইফোন ১৬ প্লাস, প্রো এবং প্রো ম্যাক্স মডেল আসার সম্ভাবনা রয়েছে। আগামী সেপ্টেম্বরে এই ফোনগুলো বাজারে আসার কথা থাকলেও, এর আগেই এর নতুন ফিচারগুলো নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। আসুন জেনে নেওয়া যাক আইফোন ১৬ সিরিজে কী কী নতুন ফিচার আসতে চলেছে।
আইফোন ১৬-এর স্ক্রিন সাইজে বড় ধরনের পরিবর্তন আসছে। প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটিতেই স্ক্রিনের আকার বাড়ানো হয়েছে। ২০২০ সালের পর থেকে এই প্রথমবারের মতো আইফোনের স্ক্রিনের আকারে এত বড় পরিবর্তন আনা হলো। আইফোন ১৬ প্রো ম্যাক্স হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় আইফোন।
“বড় স্ক্রিনের জন্য ফোনের ডিজাইনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আইফোন প্রো এবং প্রো ম্যাক্সের আগের সংস্করণগুলোর সাথে তুলনা করলে এই পরিবর্তন খুব স্পষ্ট। তবে দুটো মডেলেরই পুরুত্ব আগের মতোই রয়েছে, যা ৮.২৫ মিলিমিটার।”