দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার রাজা হিসেবে পরিচিত ক্রিস্তিয়ানো রোনালদো এবার ইউটিউবে আত্মপ্রকাশ করেছেন। ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে তার জনপ্রিয়তা অপ্রতিদ্বন্দ্বী। দেখা যাক ইউটিউবে তার এই নতুন যাত্রা কতটা সফল হয়।
ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে আগে থেকেই সক্রিয় ছিলেন রোনালদো। এর মধ্যে ইনস্টাগ্রাম ও ফেসবুকে তো অনুসারীর সংখ্যায় তার ধারেকাছেও কেউ নেই। ইউটিউবে যোগ দেওয়ার পরও দেখা গেল একই ধারা।গত বুধবার রোনালদো তার নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন। খবরটি ছড়িয়ে পড়তে না পড়তেই তার ভক্তরা চ্যানেলে ভিড় জমিয়েছে।
ইউটিউব চ্যানেল খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লেখেন, ‘অপেক্ষার প্রহর শেষ। অবশেষে আমার ইউটিউব চ্যানেল এসেছে।’
নিজের ট্রেডমার্ক উদযাপন সিউ…-এর ভঙ্গিতে অনুসারীদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘সাবস্ক্রাইব করে নতুন এই যাত্রায় আমার সঙ্গে থাকুন।’
পাঁচবার ব্যালন দ’র জয়ী এই ফুটবলারের সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিত অনুসারী রয়েছে। এক্সে তার ১১ কোটি ২৫ লাখ, ফেসবুকে ১৭ কোটি এবং ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৬০ লাখ অনুসারী রয়েছে