বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনী অবলম্বনে নির্মিত ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমার নির্মাণ বন্ধে আইনি নোটিশ জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২১ আগস্ট বুধবার বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এ আইনি নোটিশ পাঠান।
এম কে জামান পরিচালিত এবং আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি প্রযোজিত চলচ্চিত্রটি ঘোষণার পর থেকেই বিতর্কের সৃষ্টি করেছে। জামান এর আগে বিভিন্ন গণমাধ্যমকে বলেছিলেন যে তিনি দীর্ঘদিন ধরে এই প্রকল্পে কাজ করছেন, তথ্য সংগ্রহ করছেন এবং খালেদা জিয়ার জীবন কাহিনী সম্পর্কে শিখছেন। “গণতন্ত্রের জননী” শিরোনামটি ১৮ই আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছিল।
তবে বিএনপি এই প্রকল্পে জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছে। কায়সার কামালের মতে, বেগম খালেদা জিয়া বা তার পরিবারের কোনো সদস্যের সঙ্গেই পরামর্শ করা হয়নি বা
ছবিটির জন্য অনুমতি দিয়েছেন। কামাল বলেন, “এই তথাকথিত চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের সাথে কখনো কোনো যোগাযোগ হয়নি।” তিনি এই প্রকল্পকে খালেদা জিয়ার নাম কাজে লাগানোর একটি ‘দুষ্ট প্রচেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন।
আইনি নোটিশে অবিলম্বে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়েছে নির্মাতা ও প্রযোজকদের। নোটিশের অনুলিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছেও পাঠানো হয়েছে। কামাল হুঁশিয়ারি দেন, চলচ্চিত্র নির্মাতারা তাদের বক্তব্য প্রত্যাহার করতে পাঁচ দিনের মধ্যে সংবাদ সম্মেলন না করলে বিএনপি আইনগত ব্যবস্থা নেবে।
বিএনপির এই আইনি পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে খালেদা জিয়ার মতো বিশিষ্ট ব্যক্তিত্বের চিত্রায়নকে ঘিরে সংবেদনশীলতা তুলে ধরে। চলচ্চিত্র নির্মাতারা এখনও আইনী নোটিশের প্রকাশ্যে সাড়া না দেওয়ায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।