মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দলটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেয়েছেন ।
ওয়ালজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেন স্থানীয় সময় বুধবার (২১ আগস্ট) রাতে কনভেনশনে ।
শিকাগোর ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত চার দিনব্যাপী ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের (১৯-২২ আগস্ট) তৃতীয় দিনের (বুধবার) ভাষণে ওয়ালজ বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করা আমার জন্য জীবনের শ্রেষ্ঠ সম্মান।’
ওয়ালজ একটি পাবলিক স্কুলের সাবেক শিক্ষক, হাই স্কুল ফুটবল কোচ ও ছয়বারের মার্কিন হাউস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল থেকে টানা দুই মেয়াদে মিনেসোটার গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি।
কনভেনশনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বক্তৃতা দিয়েছেন। প্রভাবশালী টক শো হোস্ট অপরাহ উইনফ্রেকে এই সম্মেলনে আকস্মিক উপস্থিত হতে দেখা যায়। তিনিও একটি শক্তিশালী বক্তৃতা দেন।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে কনভেশনে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সেকেন্ড জেন্টলম্যান ডগ এমহফ।
এ ছাড়াও উদ্বোধনী দিনে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটন এবং ইউনাইটেড অটো ওয়ার্কার্স প্রেসিডেন্ট শন ফেইন। সেদিন প্রায় ঘণ্টাব্যাপী মূল বক্তব্যের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠান শেষ করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
এর আগে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডন্টে প্রার্থী হিসেবে মনোনীত হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। চলতি মাসের শুরুতে ভার্চুয়াল রোল কল ভোটে দলের নেতাদের প্রাথমিক সমর্থন পাওয়ার পর কনভেনশন থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত হন তিনি। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্টের কাছ থেকে তিনি মনোনয়ন গ্রহণ করবেন বলেও আশা করা হচ্ছে।
এদিকে, ডেমোক্র্যাটদের কনভেনশন চলাকালে রিপাব্লিকান প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ মিশিগান ও নর্থ ক্যারোলাইনাসহ একাধিক রাজ্যে প্রচারণা সমাবেশ করেছেন। নির্বাচনের ফলাফল নির্ধারণ করতে পারে এমন গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
রিয়েলি ক্লিয়ার পলিটিক্সের সর্বশেষ জরিপের তথ্য অনুযায়ী, উইসকনসিনে ট্রাম্পের চেয়ে ১ শতাংশ পয়েন্টে এবং মিশিগানে ২ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন কমলা হ্যারিস। তবে পেনসিলভানিয়ায় হ্যারিস শূন্য দশমিক ২ শতাংশ পয়েন্টে পিছিয়ে আছেন।