ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বন্যাদুর্গতদের জন্য একটি বিশাল ত্রাণ প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে রাজধানীর জনগণ সহজেই বন্যাক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পারছে।
দেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে টিএসসিতে দ্বিতীয় দিনের মতো ‘গণত্রাণ’ নামে ত্রাণ সংগ্রহ চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মূল ফটককে কেন্দ্র করে ত্রাণ সংগ্রহের অভূতপূর্ব উদ্যোগ গড়ে উঠেছে। নগরীর কোণে কোণে থেকে শুরু করে দূর-দূরান্তের মানুষ হাজার হাজার পরিবার, বন্ধুবান্ধব ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে টিএসসিতে ভিড় জমাচ্ছেন।
শিক্ষার্থীরা একদিকে অর্থ সংগ্রহ করছে, আবার অন্যদিকে বিভিন্ন ধরনের মালামালও জোগাড় করছে। কালেকশন বুথে গিয়ে দেখা যায়, ছাত্রছাত্রীরা টাকা গ্রহণ করছে এবং সেই টাকার পরিমাণ লিপিবদ্ধ করছে। একইসঙ্গে, ত্রাণ সামগ্রীর একটি বিস্তারিত তালিকাও তৈরি করা হচ্ছে। কলেজ ও স্কুলের শিক্ষার্থীরাও এই স্বেচ্ছাসেবী কাজে নিজেদের জড়িয়ে রেখেছে।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ত্রাণ সামগ্রী দান করছেন। তাদের দেওয়া দানের মধ্যে রয়েছে মৌলিক ওষুধ, শুকনো খাবার, জামাকাপড়, স্যানিটারি ন্যাপকিন, পানি, এমনকি লাইফ জ্যাকেটও। প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী এই মানবতার সেবায় অংশ নিচ্ছেন।
টিএসসি এলাকায় ত্রাণসামগ্রীর ঢেউ খেলে চলেছে। ভ্যান, পিকআপ ও ট্রাকের মিছিলে এলাকা ধুলোয় মুখোশ হয়ে গেলেও, স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। টিএসসির গেমস রুম ও ক্যাফেটেরিয়া ত্রাণসামগ্রীর পাহাড়ে পরিণত হয়েছে। বিশেষ করে ক্যাফেটেরিয়াটি এখন আর খাবারের ঘ্রাণে ভরপুর নয়, ত্রাণসামগ্রীর গন্ধে ভরে উঠেছে। গতকাল ডাকসুর ক্যাফেটেরিয়াও একই দৃশ্য দেখা গিয়েছিল।
টিএসসির তহবিল সংগ্রহ বুথে নানা শ্রেণির মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রিকশাচালকরাও অন্যদের মতো এই জনকল্যাণমূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তহবিল দান করেছেন। তাদের এই উদারতা সবার প্রশংসার দাবিদার।