মুশফিকের সেঞ্চুরির সুবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১১৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। শনিবার ম্যাচের চতুর্থ দিনে প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশি দল। এর আগে ৪৪৮/৬ স্কোরে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম ১৯১ রানের ইনিংস খেলেন। এটি তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। ডাবল-সেঞ্চুরির আশা জাগিয়ে ব্যক্তিগত ১৯১ রানে পেসার মোহাম্মদ আলির বলে আউট হন মুশফিক।৩৪১ বলের এই ইনিংসে ২২ চার ও ১ ছয় মেরেছেন মুশফিক। এছাড়া মুমিনুল হক করেছেন ৫০ রান)।
উইকেটরক্ষক লিটন দাস (৫৬ রান) এবং মেহেদি হাসান মিরাজ (৭৭ রান) অর্ধশতক খেলেন। বল হাতে পাকিস্তানে ৩ উইকেট নেন নাসিম শাহ। ২টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী।
গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান করেছিলো বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে ১৩২ রানে পিছিয়ে ছিলো টাইগাররা। মুশফিক ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের ৯৪ রানের লিড
২য় ইনিংসে ব্যাট করতে এসে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ২৩ রান করে দিন শেষ করেছে। আগামিকাল ম্যাচের পঞ্চম দিন। বাংলাদেশকে আবারও ব্যাট করাতে পাকিস্তানের ৯৪ রান দরকার। ১ম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ ৫৬৫ রানে অলআউট হয় ।