নেপালে ভারত থেকে যাত্রী বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন।
খবরে বলা হয়েছে, বাসে প্রায় ৪০ জন লোক ছিল, যেটি পোখারা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিল।
তনাহুন জেলার মারস্যংদী নদীর তীরে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।
দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। (তথ্য সূত্রঃ বিবিসি)