নরেন্দ্র মোদির সরকার কৃষক আন্দোলন নিয়ে কঠোর না হলে ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারত বলে মন্তব্য করেছেন হিমাচল প্রদেশের মান্ডির বিজেপির এমপি ও অভিনেত্রী কঙ্গনা রনৌত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন । ওই প্রসঙ্গ তুলে এক এক্স বার্তায় কৃষকদের আন্দোলন নিয়ে কথা বলেন কঙ্গনা।
বলিউড অভিনেত্রী কংনা রানাউত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি দাবি করেছেন যে, কৃষক আন্দোলনের সময় কৃষকদের মৃতদেহ ঝুলতে দেখা গিয়েছিল এবং ধর্ষণের মতো ঘটনাও ঘটেছিল।
কংনা আরও অভিযোগ করেছেন যে, আইন প্রত্যাহারের পরও কৃষকরা বিক্ষোভ অব্যাহত রাখার পিছনে কিছু অভিনেতা-রাজনীতিবিদ, স্বার্থান্বেষী মহল এবং বিদেশি শক্তির হাত রয়েছে। তিনি মনে করেন যে, বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতেও সহজেই সৃষ্টি করা যেতে পারত। কংনার মতে, বিদেশি শক্তির ষড়যন্ত্রের ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে এবং তারা দেশকে ধ্বংস করতে চায়।
কঙ্গনার এই মন্তব্যে তার নিজের দলের মধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। পাঞ্জাবের সিনিয়র বিজেপি নেতা হারজিৎ গারেওয়াল রানাউতকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।