গত ২৪ আগস্ট, ২০২৪, রাশিয়া ও ইউক্রেন শনিবার ঘোষণা দিয়েছে যে, তারা উভয়েই নিজ নিজ দেশ থেকে ১১৫ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে । রাশিয়ার কুরস্ক অঞ্চলে কিয়েভ হামলা শুরু করার ঠিক দুই সপ্তাহ পর এ বন্দী বিনিময়ের ঘোষণা এসেছে। খবর এএফপি’র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমাদের আরও ১১৫ জন রক্ষী আজ দেশে ফিরে এসেছে’। অন্যদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘একটি আলোচনা প্রক্রিয়ার ফলস্বরূপ, কুরস্ক অঞ্চলে বন্দী হওয়া ১১৫ রাশিয়ান সেনাকে কিয়েভ শাসন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’