তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যার ঘটনায় মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে মামলা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুরের চার সাবেক সংসদ সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। কামরুল হাসান নামের এক ব্যক্তি গতকাল রোববার রাতে মাদারীপুর সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় ৯২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।
নিহত তাওহীদ সন্ন্যামাত বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুচিয়ারভাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।