ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
(এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম দেশের কয়েকটি জেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের আরও বেশি সহায়তা দেওয়ার জন্য ব্যবসায়ী সম্প্রদায় ও শিল্পগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশের শীর্ষ বাণিজ্য সংস্থার প্রধান দেশের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ন্যূনতম মুনাফায় চিড়া, মুড়ি, গুড়, চিনি, শুকনো খাবার, ওষুধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং এই ধরনের পরিস্থিতিতে অন্যান্য প্রয়োজনীয় আইটেমগুলো বিক্রি করার আহ্বান জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনীসহ কয়েকটি জেলায় অতিবৃষ্টি ও উজান থেকে আসা পানির প্রবাহে ভয়াবহ বন্যা চলছে।
ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী সমাজ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ বিভিন্ন ত্রাণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ।