চলমান পরিস্থিতিতে আগামী একমাস কোনোপ্রকার দাবি দাওয়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখে না দাঁড় করানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (২৬ আগস্ট) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দু-একটি দুষ্ট চক্র দাবি আদায়ের নামে আন্দোলন করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা দেশের বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা না করে আন্দোলন করছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য আজ দেশের ছাত্র-জনতা সোচ্চার হয়েছে।