রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪ উইকেট নিয়ে তিন ফরম্যাট মিলিয়ে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ৭০৭ উইকেটের মালিক বনে যান সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সেরা বাঁ-হাতি স্পিনারের মুকুট পড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান।
এতদিন এই রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেটোরির। তবে তার চেয়ে মাত্র দুই উইকেট পেছনে থেকে পিন্ডি টেস্ট খেলতে নামেন সাকিব। প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ভেটোরিকে ছাড়িয়ে যান তিনি।
বল হাতে বেশ কিছুদিন ধরে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। তবে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে জ্বলে উঠলেন তিনি। আর তাতেই উঠে গেলেন অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ইতিহাসের সেরা বাঁহাতি স্পিনার এখন এই অলরাউন্ডার।
সেরা হবার পথে নিউজিল্যান্ডের কিংবদন্তি বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেলেছেন সাকিব। ৪৪২ ম্যাচের ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট আছে ভেট্টোরির। ৪৪৪ ম্যাচের ৪৮২ ইনিংসে সাকিবের শিকার এখন ৭০৭।
দ্বিতীয় ইনিংসে সম্প্রতি পাকিস্তানের রান মেশিন হয়ে ওঠা সৌদ শাকিলকে শূন্য রানে ফিরিয়ে ভেটোরিকে স্পর্শ করেন সাকিব। এরপর আব্দুল্লাহ শাফিকের উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের সফলতম বাঁহাতি স্পিনার বনে যান তিনি। পরে নাসিম শাহকে আউট করে নিজেকে তোলেন আরেকটু উচ্চতায়।
সব মিলিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারে স্পিনারদের মধ্যে ষষ্ঠস্থানে আছেন সাকিব। ৪৯৫ ম্যাচে ১৩৪৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন শ্রীলংকার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
৩৩৯ ম্যাচে ১০০১ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন।