আরেকটি হত্যা মামলা নেওয়ার আবেদন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে । সাবেক বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুর রহিমকে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলার আবেদন করা হয়। একই মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (পরে সেনাপ্রধান) আজিজ আহমেদসহ মোট ১৩ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে।
নিহত আবদুর রহিমের ছেলে আইনজীবী আবদুল আজীজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ রোববার এ মামলার নেওয়ার জন্য আবেদন করেন ।