বগুড়ায় বিএনপি নেতা জিল্লুর সরদার হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিবিপ্রধান হারুনসহ ১৫৭ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) রাতে বগুড়া সদর থানায় নিহত জিল্লুর সরদারের স্ত্রী খাদিজা বেগম মামলাটি দায়ের করেন। ৪ আগস্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে গিয়ে নিহত হন জিল্লুর সরদার।
আসামিরা হলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম আরাফাত রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ, সাবেক ডাক ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েত আহমেদ পলক আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও ৪টি মামলা করা হয়। এর মধ্যে ৩টি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে।