অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় ঐক্য, সার্বজনীন মানবাধিকার, ধর্ম, জাতিসত্তা ও রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে বৈষম্যের বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্সের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা সংক্রান্ত সাম্প্রতিক বক্তব্যের প্রশংসা করেছেন।
অস্ট্রেলীয় হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়, আজ হাইকমিশনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নির্মল রোজারিও ও ভিক্ষু সুনন্দপ্রিয়’র সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে তারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর প্রত্যাশা ও উদ্বেগ নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়া বৈচিত্র্য, বহুসংস্কৃতি ও সহনশীলতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং বিভিন্ন সংস্কৃতি ও অভিব্যক্তির প্রশংসা অস্ট্রেলিয়ার মূল মূল্যবোধ।
অস্ট্রেলিয়া সর্বজনীন মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অধিকার রক্ষায় গণতন্ত্র যে মৌলিক ভূমিকা পালন করে তা সমর্থন করে বলেও এতে উল্লেখ করা হয়েছে।