নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান গাজী টায়ার্সের কারখানায় লাগা আগুন ৩২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়েছে। দীর্ঘ সময় ধরে আগুনের প্রভাবে ভবনটির গঠন দুর্বল হয়ে পড়ায় ধসের আশঙ্কা রয়েছে। উচ্চ তাপমাত্রা ও ধসের সম্ভাবনা বিবেচনা করে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও ভবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। ফলে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে কারখানার বাইরে অপেক্ষমাণ স্বজনদের উদ্বেগ দিন দিন বাড়ছে।
আজ সকাল সাড়ে নয়টায় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক প্রথম আলোকে জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে যদিও আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ভবনের ভেতরের পরিস্থিতি এখনও খুবই খারাপ। প্রচুর দাহ্য পদার্থের উপস্থিতির কারণে ভবনের ভেতরে এখনো প্রচণ্ড তাপ রয়েছে এবং মাঝেমধ্যেই আগুনের শিখা ওঠে। ভবনের ফ্লোরগুলো আগুনে পুড়ে বেঁকে গেছে এবং ভবনের ভেতর ও বাইরের পলেস্তারা খসে পড়ছে। দীর্ঘ সময় ধরে আগুনে পুড়ার কারণে ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
আগুন নির্বাপক বাহিনীর কর্মকর্তা আনোয়ারুল হক জানিয়েছেন, ভবনটির ভেতরে ঝুঁকির কারণে তল্লাশি চালানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ভোরে টার্ন টেবল লেডারের মাধ্যমে বাইরে থেকে ছাদ পরীক্ষা করা হয়েছে এবং কোন হতাহতের খোঁজ মেলেনি। সকাল থেকে ভবনের বিভিন্ন অংশ ধসে পড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এই সুযোগে দুর্বৃত্তরা কারখানার বিভিন্ন জায়গায় লুটপাট চালাচ্ছে। দুই রাত ধরে অপেক্ষার পরও নিখোঁজদের স্বজনরা মঙ্গলবার সকালেও কারখানার সামনে ভিড় করে আছেন। তারা অন্তত নিজেদের প্রিয়জনদের মৃতদেহ খুঁজে পেতে চান।
গত রোববার রাত নয়টার দিকে রূপগঞ্জের খাদুন এলাকায় অবস্থিত গাজী টায়ার্স কারখানার ছয়তলা ভবনে দুর্বৃত্তরা লুটপাট চালিয়ে ভয়াবহ অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শী এবং কারখানা কর্তৃপক্ষের দাবি, লুটপাটের সময় দুর্বৃত্তরা ভবনের নিচতলায় সিঁড়ির মুখে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ভবনের ভেতরে থাকা অনেক শ্রমিক আটকে পড়ে।
এই ভয়াবহ ঘটনায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গাজী টায়ার্স কারখানার মালিক নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে, রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়।