আজ নেপালের ললিতপুরে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এই ট্রফি জিতে নিয়েছে। মিরাজুল ইসলাম এই ম্যাচে দুর্দান্ত খেলে দুটি গোল করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করে।
ম্যাচের প্রথমার্ধে মিরাজুলের দুর্দান্ত ফ্রি-কিক দিয়ে বাংলাদেশ গোলের সূচনা করে। এরপর রাব্বি হোসেন রাহুল এবং পিয়াস আহমেদ নোভা আরও দুটি গোল করে দলের জয়কে আরও মজবুত করে। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন সামির তামাং।
তিনবার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তবে চতুর্থবার এসেই কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ গ্রহণ করলো মারুফুল হকের শিষ্যরা।