ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই বাংলাদেশে শুল্ক ও বিনিয়োগ কর্তৃপক্ষের জটিলতায় অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কর্মসূচি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে সহায়ক হবে।
রাষ্ট্রদূত মাসদুপুই জানান, ফরাসি কোম্পানিগুলো বাংলাদেশে সৌর বিদ্যুৎ উৎপাদন এবং বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থা স্থাপনে আগ্রহী। তারা দেশের ১৫টি বজ্রপাত প্রবণ জেলায় ‘লাইটনিং অ্যারেস্টার’ স্থাপনের পরিকল্পনা করছে।
দেশ পুনর্গঠনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় ফ্রান্স সহায়তা দিতে প্রস্তুত বলে জানান ফ্রান্সের রাষ্ট্রদূত ।
বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ফরাসি রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি জুলাই-আগস্ট বিপ্লবে নিহত ছাত্র ও মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
অধ্যাপক ইউনূস বলেন, ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পুনর্গঠনের সুযোগ করে দিয়েছে, যা আগে কখনো হয়নি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা একটা বড় কাজ। তবে আমরা এটাকে বড় সুযোগ হিসেবে দেখছি। আমরা যদি এই সুযোগটি কাজে লাগাতে না পারি তবে এটি একটি বড় ব্যর্থতা হবে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ স্বল্প সময়ের জন্য যতদিন চাইবে অথবা দীর্ঘসময়ের জন্য যতদিন চাইবে ততদিন থাকতে হবে।’
অধ্যাপক ইউনূস বলেন, তিনি দেশে সমঝোতার আহ্বান জানিয়েছেন এবং জনগণকে নিজেদেরকে ‘একটি বড় পরিবারের’ অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘মাঝে মাঝে আমরা খুব দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করি। কিন্তু তার মানে এই নয় যে আমরা শত্রু।’
তিনি বলেন, তার সরকার প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।