অন্তর্বর্তী সরকার দেশে সার ও মসুর ডালের সরবরাহ নিশ্চিত করতে ক্রয় কার্যক্রম শুরু করেছে। বুধবার অনুষ্ঠিত একটি বৈঠকে সরকার ১ লাখ ১০ হাজার টন মসুর ডাল ও সার কেনার সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকের মূল সিদ্ধান্তগুলো:
সার কেনা:
কাতার থেকে: ১১তম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৪৪.৫০ ডলার।
কাফকো থেকে: বাংলাদেশের বহুজাতিক সার কারখানা কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৩২.৭৫ ডলার।
কাতারের মুনতাজাত থেকে: ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৩৯.১৭ ডলার।
মসুর ডাল কেনা:
উন্মুক্ত দরপত্র: ৫০ কেজির বস্তার ২০ হাজার টন মসুর ডাল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে সারের সরবরাহ নিশ্চিত করা এবং অত্যাবশ্যকীয় পণ্য মসুর ডালের দাম স্থিতিশীল রাখার জন্য এই ক্রয় করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাহিদা মেটাতে যা অর্থ ব্যয় করতে হবে, সরকার তা করবে।
এই সিদ্ধান্তের গুরুত্ব:
কৃষি উৎপাদন: সারের সরবরাহ নিশ্চিত করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
দাম স্থিতিশীলতা: মসুর ডাল কেনার মাধ্যমে এই পণ্যের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে।
জনগণের কল্যাণ: এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ স্বল্পমূল্যে সার ও মসুর ডাল পাবেন।