একটি টানেল থেকে একজন ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলের স্পেশাল ফোর্সেস। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের গাজার দক্ষিণাঞ্চলে ‘জটিল এক উদ্ধার অভিযান’ চালিয়ে এই উদ্ধার করা হহয়েছে।
গত বছরের অক্টোবরে হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে তাকে ধরে এনে ১০ মাসেরও বেশি সময় জিম্মি করে রেখেছিল বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
রয়টার্স জানায়, কাইদ ফারহান আলকাদি (৫২) ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এক বেদুঈন সম্প্রদায়ের সদস্য। তিনি গাজা সীমান্তের কাছে ইসরায়েলি এক কিব্বুতজে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আলকাদিকে ভূগর্ভস্থ একটি টানেল থেকে উদ্ধার করা হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানান, আলকাদিকে যেখানে পাওয়া গেছে সেনারা সেখানে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। তারা একটি জটিল ভূগর্ভস্থ টানেলে ঢুকে খোঁজাখুঁজি করছিলেন। টানেল সিস্টেমটিতে ফিলিস্তিনি যোদ্ধারা ও বিস্ফোরক থাকতে পারে এবং পাশাপাশি জিম্মিদের আটকে রাখা হতে পারে বলে সন্দেহ করছিলেন তারা।
এই কর্মকর্তা বলেন, “সেনারা আলকাদিকে যখন পায় তখন সে একাই ছিল। তারা টানেল থেকে তাকে উদ্ধার করে। আগের ঘটনাগুলো থেকে এবং উদ্ধার পাওয়া জিম্মিদের দেওয়া তথ্য থেকে যা জানাবুঝা গেছে তা এই অভিযানের প্রস্তুতির অংশ ছিল।”
আলকাদি ইসরায়েলি গণমাধ্যমগুলোকে বলেছেন, তিনি প্রায় আট মাস ধরে সূর্যের আলো দেখেননি আর তার সঙ্গে দুই মাস ধরে আরেক যে জিম্মি ছিল তিনি তার ‘পাশেই মারা যান’।
উদ্ধারের কথা নিশ্চিত করার পর ইসরায়েলের টেলিভিশন স্টেশনগুলো এক হাসপাতালে একটি সামরিক হেলিকপ্টার নামছে এমনটি দেখায়, সেখানে হাসপাতালটির কর্মীরা ও অ্যাম্বুলেন্স অপেক্ষা করে ছিল।
আলকাদির ভাই হাতেম চ্যানেল ১২ টেলিভিশনকে আলকাদি বলেন, “সে ভালো অবস্থায় আছে। এখন তাকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।”
তিনি আরো বলেন “প্রথম কথা হচ্ছে, আমরা তাকে দেখে ও জীবিত পেয়ে খুব খুশী। তিনি তার সন্তানদের ও মা’কে দেখতে চেয়েছেন,” ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি আলকাদির সঙ্গে ফোনে কথা বলেছেন।
নেতানিয়াহু যেসব সেনারা তাকে উদ্ধার করেছে তাদের প্রশংসা করেছেন। তিনি বাকি জিম্মিদের ছাড়িয়ে আনতে ইসরায়েল ‘অক্লান্তভাবে’ কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন। একদিকে আলোচনা ও অপরদিকে উদ্ধার অভিযান, এই দুই পথে ইসরায়েল এই কাজ করবে বলে জানিয়েছেন তিনি।