বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরসহ এর সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, জামায়াত-শিবিরের পক্ষ থেকে নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্রে জানা যায়, সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং অবশেষে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলটির পক্ষ থেকে আগামী সপ্তাহে নিবন্ধন বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকার ১ আগস্ট এক নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল।
গত আওয়ামী লীগ সরকার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারা অনুযায়ী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। এরপরই ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটলেও নিষিদ্ধ দল হয়েও জামায়াত প্রকাশ্যে তৎপরতা চালাচ্ছে, এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে বৈঠকসহ সব কার্যক্রমে অংশ নিচ্ছে তারা।