গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় পাকিস্তানের ‘জলবায়ু পরিবর্তন ও আগামীর বিশ্ব’ শীর্ষক সম্মেলন অনলাইন কনফারেন্সে তিনি এ আহ্বান জানান।
এতে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের শীর্ষ অফিসারসহ অংশ নিয়েছিলেন বেশকিছু দেশের কূটনৈতিক।
সূত্র জানায়, অনলাইন কনফারেন্সে বাংলাদেশ থেকে আমন্ত্রিত ছিলেন শিশু অধিকারকর্মী আরিফ রহমান শিবলী। এতে অংশ নিয়ে বাংলাদেশের এই তরুণ পাকিস্তান সরকারের কাছে সহায়তা চেয়েছেন ভারতের পানি আগ্রাসন বন্ধে।
আরিফ গণমাধ্যমে বলেন, ‘পাকিস্তানের বিভিন্ন কুটনৈতিকদের বলেছি প্রতিবেশী দেশ ভারতের আচরণ কখনোই বন্ধুসুলভ ছিলো না। তারা নিজ স্বার্থে সবসময়ই সোচ্চার ছিলো, যেটা গ্রহণযোগ্য নয়। পাশাপাশি সীমান্ত এলাকায় তারা এখনো শক্তি প্রদর্শন করছে। যেটা নিন্দনীয় বটে। তবে! আমাদের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি তাদের সুন্দরভাবে মোকাবিলা করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমি অত্যন্ত খুশি বাংলাদেশের মানুষের এই কষ্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন ইতিমধ্যে। বিশ্ববাসী দেখেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনসহ জাতিসংঘের বক্তব্যে স্পষ্ট চলমান বাংলাদেশের বন্যা পরিস্থিতি ভারতের পানি আগ্রাসন জন্যই হয়েছে। ভারতের এই বিষয় নিয়ে আমাদের এখনই উচিত চীন,পাকিস্তানের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করা।’
আয়োজনে অতিথি হিসেবে অংশগ্রহণ নিয়ে জাতিসংঘ ৭৫ পোস্টারে স্থান পাওয়া এই বাংলাদেশের তরুণ আরিফ জানান, প্রতিবেশী দেশটির বেশকিছু কূটনৈতিকের সাথে আমার অতীতেও কনফারেন্স অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। আর পাকিস্তান সরকার বিশ্বাস করে চলমান অর্থনীতি পরিস্থিতি প্রফেসর ইউনুসের হাত ধরে বদলে যাবে অচিরেই।’
আয়োজনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন সমস্যায় খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে বলে জানান বিভিন্ন দেশের কূটনৈতিকরা।