বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
বুধবার (২৮ আগস্ট) তিনি সিএমএইচে গিয়ে হাসনাতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
ওই সময় চেয়ারম্যানের সঙ্গে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান, সদস্য (এটিএম) এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক এবং সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোহাম্মদ নাইমুজ্জামান খান ছিলেন।
গত রোববার রাতে সচিবালয়ের সামনে অঙ্গীভূত আনসার সদস্যদের হামলায় আহত হন হাসনাত। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।