ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে আসছে বড়সড় পরিবর্তন। আগামীকাল মোনাকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ড্রতে এই নতুন ফরম্যাটের আভাস পাওয়া যাবে।
পুরনো ৩২ দলের ফর্ম্যাটের পরিবর্তে এবার থেকে ৩৬টি দল চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করবে। এই নতুন ফরম্যাটে উয়েফার র্যাঙ্কিং অনুযায়ী ইউরোপীয় লিগে পঞ্চম সেরা ক্লাব অতিরিক্ত জায়গা পাবে। ফলে ফরাসি লিগ ওয়ানের তিনটি দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। একইসাথে জার্মানি ও ইতালির দুটি দল করে বাড়তি সুবিধা পাবে। বাকি একটি অতিরিক্ত দল বাছাইপর্ব থেকে উঠে আসবে।
নতুন ফরম্যাটের মূল বৈশিষ্ট্য:
একটি লিগ: আগের মতো আটটি গ্রুপ না থাকায় এবার ৩৬টি দল একক লিগে খেলবে।
সুইস পদ্ধতি: বিশ্ব দাবায় ব্যবহৃত সুইস পদ্ধতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই পদ্ধতিতে প্রতি দল নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলবে।
বেশি ম্যাচ: প্রতি দল আগের তুলনায় বেশি ম্যাচ খেলবে।
প্রতিযোগিতা বাড়বে: নতুন ফরম্যাটে প্রতিযোগিতা আরও তীব্র হবে।
২০০৩ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগের আগের ফরম্যাট:
৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হতো।
প্রতি গ্রুপে চারটি করে দল থাকতো।
প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল শেষ ১৬’তে উঠতো।
এই পরিবর্তনের ফলে:
আয় বাড়বে: উয়েফার আয় বৃদ্ধি পাবে।
প্রতিযোগিতা বৃদ্ধি: প্রতিযোগিতা আরও তীব্র হবে।
দর্শকদের আগ্রহ বাড়বে: দর্শকরা আরও বেশি ম্যাচ উপভোগ করতে পারবেন।