বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনীতে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহবায়ক ও ফেনী-০১ সংসদীয় আসনে দলের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
তিনি ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি পানিবন্দি মানুষদের উদ্ধার কার্যক্রম, চিকিৎসাসেবা প্রদানসহ বিবিধ কর্মকাণ্ড পরিচালনা করছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) সহায়তা কার্যক্রমের ১৩তম দিনে ফেনী সদর উপজেলার মির্জানগর ইউনিয়নে বন্যায় নিহত বিএনপিকর্মী দেলোয়ার হোসেনের মায়ের সাথে সাক্ষাৎ এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন মজনু।