ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা, টেস্ট খেলতে আগ্রহী নন! এ কথাটি বেশ পুরোনো। টেস্টের পরিবর্তে বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি মনযোগ ক্যারিবীয়দের। হয়তো সেই পথেই হাঁটলেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল।
কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের এ পেসার। ২০১২ সালে অভিষেকের পর ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন, ৫৯টি। এ ছাড়া ২৫ ওয়ানডে এবং ২ টি-টোয়েন্টিও রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নিয়মিত ৫৯ ম্যাচে ৩২.২১ গড়ে শিকার করেছেন ১৬৬ উইকেট। এর মধ্যে ছয়বার রয়েছে ৫ উইকেট। গত বছর জুলাইয়ে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি। ২০১৮ সালের জুনে গ্যাব্রিয়েল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে শিকার করেছিলেন ১৩ উইকেট।ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ সেরা টেস্ট বোলিং ফিগার। এক ইনিংসে তার সেরা বোলিং ৬২ রানে ৮ উইকেট। টেস্টে তার প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ড। কারণ ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ ৩৭ উইকেটে তিনি। বাংলাদেশের বিপক্ষেও তার রেকর্ড ভালো। টাইগারদের বিপক্ষে মাত্র ৭ ম্যাচে শিকার করেছেন ২৪ উইকেট। ২৫ ওয়ানডেতে তার শিকার ৩৩ উইকেট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নিজেকে উৎসর্গ করেছিলাম। ভালোবাসার ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ে খেলা আমাকে আনন্দ দিয়েছে। কিন্তু সব ভালো জিনিসের একটা শেষ আছে।’
ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ সেরা টেস্ট বোলিং ফিগার। এক ইনিংসে তার সেরা বোলিং ৬২ রানে ৮ উইকেট। টেস্টে তার প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ড। কারণ ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ ৩৭ উইকেটে তিনি। বাংলাদেশের বিপক্ষেও তার রেকর্ড ভালো। টাইগারদের বিপক্ষে মাত্র ৭ ম্যাচে শিকার করেছেন ২৪ উইকেট। ২৫ ওয়ানডেতে তার শিকার ৩৩ উইকেট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নিজেকে উৎসর্গ করেছিলাম। ভালোবাসার ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ে খেলা আমাকে আনন্দ দিয়েছে। কিন্তু সব ভালো জিনিসের একটা শেষ আছে।’