শিশুদের জন্য পরিবেশবান্ধব খেলনা তৈরিতে সুবিধাবঞ্চিত নারীদের প্রশিক্ষণ দিবে লাইট অফ হোপ। নারীমৈত্রীর সহযোগিতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে একথা বলেছেন লাইট অফ হোপের প্রতিষ্ঠাতা ও সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া। এ প্রশিক্ষণে নারীরা পরিবেশবান্ধব উপকরণ দিয়ে শিশুদের জন্য নিরাপদ খেলনা তৈরি শিখবেন। যা তাদের দক্ষতা বাড়াবে, আয়ের সুযোগ তৈরি করবে।
লাইট অফ হোপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, ‘এই উদ্যোগ নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে, তাদের জীবনমানের উন্নয়ন ঘটাবে। পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে। আমরা চাই এ সব নারীরা আয়মুখী কাজে যুক্ত হয়ে পরিবার ও সমাজে যেন মর্যাদা পায়।’
এর আগে লাইট অফ হোপ প্রায় ১৫০ জন নারীকে খেলনা তৈরির প্রশিক্ষণ দিয়েছে যারা এখন গুফি ব্র্যান্ডের খেলনা তৈরি করে আয়ের সুযোগ পাচ্ছেন।