অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক আজ তিন কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০ টাকা অনুদানের চেক গ্রহণ করেছেন।
বুধবার বিকেলে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এসব অনুদানের চেক গ্রহণ করেন তিনি।
এর মধ্যে রয়েছে, সিটি ব্যাংক এক কোটি, সীমান্ত ব্যাংক ২০ লাখ, ইউসেফ বাংলাদেশ ১০ লাখ, বাংলাদেশ অর্থনীতি সমিতি এক লাখ, এনসিসি ব্যাংক পিএলসি দুই কোটি, র্যাব ফোর্সেস ৫৮ লাখ ৯১ হাজার ৫০৩, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুই লাখ ৮১ হাজার ৫০০, সেন্টার ফর ডিজএ্যবেলিটি ইন ডেভলপমেন্ট (সিডিটি) এক লাখ ৮৩ হাজার ৭১০ ও মিডিয়াসফট ডাটা সিস্টেম লিমিটেড এক লাখ ২৬ হাজার ৩১৭ টাকা।
এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি ৯৫ লাখ টাকার আনুদানের চেক গ্রহণ ত্রাণ উপদেষ্টার
