ফেনীতে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বিশেষ করে ছাগলনাইয়া পৌর শহর, মহামায়া ইউনিয়নে। ফলে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন অনেকেই।
তবে নিম্নাঞ্চল ইউনিয়ন হিসেবে পরিচিত ঘোপাল, শুভপুর, রাধানগর, পাঠাননগরে বন্যার পানি ধীরগতিতে নামছে।
ছাগলনাইয়া উপজেলার উঁচু জায়গায় অবস্থিত বন্যার পানি নেমে যাওয়াতে আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরছেন বেশিরভাগ মানুষ। তবে রাধানগর ও শুভপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সড়ক ও বাড়ি এখনো পানিবন্দি। এদিকে ঢাকা চট্টগ্রামের পুরোনো সড়ক ফেনীর রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বড় রাস্তা থেকে শুরু করে গ্রাম অঞ্চলের রাস্তা পর্যন্ত বন্যার পানিতে অনেক দিন ধরে ডুবে থাকার কারণে নষ্ট হয়ে গিয়েছে। তাই দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল জানিয়েছেন, বন্যা দুর্গত এলাকা থেকে পানি অনেকটা নেমে গেছে। তবে সরকারি ত্রাণ দেওয়া এখনো অব্যাহত রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন থাকবে ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে।