৮১ তম বার্ষিক ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বুধবার ধুমধাম করে শুরু হয়েছে। টিম বার্টনের বিটলজুইস সিক্যুয়েল ‘বিটলজুইস বিটলজুস’-এর তারকা খচিত স্ক্রিনিং ছাড়াও, উত্সবটি উদ্বোধনী অনুষ্ঠানের সময় লাল গালিচায় অনেক অনবদ্য পোশাক পরিহিত সেলিব্রিটিকে দেখেছিল। এবার ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট লুক এ নয়ন কেড়েছে জেনা ওটেগা, এয়মি জ্যাকসন , ওইনোনো রাইডার, টেলর রাসেল। তবে ক্যাথ্রিন ও হারা ও কম যায় না ।(রয়টার্স)