হরিরামপুরে ৬ মাস থেকে সড়কের কাজ বন্ধ

আগস্ট 29, 2024
by

মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া থেকে ভাদিয়াখোলা বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার নির্মাণাধীন পিচ ঢালাইয়ের সড়কের কাজ প্রায় ছয় মাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে। এতে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তায় পানি জমে যানবাহন তো দূরের কথা হেঁটেই মানুষ চলাচল করতে পারছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী। এতে দূর-দূরান্ত এলাকাসহ প্রায় ৭/৮টি গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে এই রাস্তার পাকাকরণের কাজটি শুরু করে শেখ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। দেড় বছর মেয়াদি এই প্রকল্পে এক বছরে কাজ শেষ হয়েছে অর্ধেকের মতো। শুরুতে টানা তিন চার মাস কাজ করে পুরো রাস্তায় বক্স তৈরি করে বালি ফেলে ভরাট করা হয়। এরপর বালির সঙ্গে যতসামান্য কিছু খোয়া মিশ্রণ করে যাতায়াতের উপযোগী করা হলেও প্রায় ছয় মাসের অধিক সময় ধরে বাকি কাজ বন্ধ রয়েছে।

নির্মাণাধীন রাস্তা দিয়ে নিয়মিত ভারি যানবাহন চলাচলে গাড়ির চাকায় রাস্তার দুই পাশ দেবে গেছে। ফলে একটু বৃষ্টি হলেই পানি জমে পুরো সড়ক অনেকটাই খালের মতো হয়ে পড়ছে। ফলে যানবাহন তো দূরের কথা হেঁটেই চলাচল করতে পারছেন না পথচারীরা।

সরেজমিন দেখা যায়, টানা বৃষ্টির কারণে পুরো রাস্তা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। কোথাও কোথাও হাঁটু পানি। রাস্তার অনেক জায়গা ভেঙে খোয়াও চলে যাচ্ছে। রাস্তায় পানি জমে থাকায় কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল আনা নেওয়া করতে পারছেন না বলে জানান এলাকাবাসী।

তারা আরও অভিযোগ করেন, ছয় মাসের অধিক সময় ধরে রাস্তার কাজ বন্ধ রয়েছে। এই ছয় মাসে কোনো সরকারি কর্মকর্তা এসে রাস্তাটি পরিদর্শন করেননি এবং কাজের ব্যাপারে কোনো উদ্যোগও নিচ্ছে না। হদিস মিলছে না ঠিকাদারেরও। মাঝে মাঝেই এ রাস্তা দিয়ে রাতের বেলা বড় বড় ড্রাম ট্রাকে বালু বহন করায় রাস্তাটি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শ্রীকৃষ্ণপুর গ্রামের নসিমন চালক সোহেল রানা জানান, আজ ছয় মাস ধরে রাস্তার এমন অবস্থা। একটু বৃষ্টি নামলেই সারা রাস্তায় পানি জমে যায়। এতে আমরা গাড়িতে মালামাল বহন করতে পারছি না। রাস্তার কাজটা দ্রুত শেষ করা না হওয়ায় আমরা খুব ভোগান্তিতে আছি।

খেরুপাড়া গ্রামের রিপন জানান, ছয় মাস ধরে আমরা কষ্ট করছি রাস্তা নিয়ে। ঠিকাদারের কোনো খবর নাই। সরকারি অফিসের কোনো কর্মকর্তাও এ পর্যন্ত সড়কের কাজ কতটুকু হলো তা নিয়ে খোঁজখবর রাখছেন না। আমরা খুব কষ্টে চলাফেরা করছি। একটু বৃষ্টি হলেই মালামাল আনা নেয়া করা যায় না। কোনো ভ্যান রিক্সা চলাচল করতে পারে না। আমাদের দাবি দ্রুত সড়কটির কাজ শুরু করা হোক।

একই গ্রামের তালিব হোসেন জানান, এক বছর আগে সড়কটির কাজ শুরু হয়। টানা তিন চার মাস কাজ চলে। আধা নির্মিত রাস্তা দিয়ে ছোট-বড় যানবাহন চলাচলে রাস্তার দুই পাশ নিচু হয়ে গেছে। এতে বৃষ্টি নামলেই হাটু পানি জমে যায়। কী কারণে আর রাস্তার কাজ চলছে না তা জানি না। তবে ঠিকাদারেরও কোনো হদিস নেই। এলজিইডিরও কোনো কর্মকর্তা কখনো এসে দেখল না সড়কটির কী অবস্থা। এটা জনগুরুত্বপূর্ণ একটি সড়ক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৩/২৪ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে জিডিবি-৩ প্রকল্পের আওতায় এক কোটি ৭ লাখ ৫৮ হাজার ৫৫৬ টাকায় শেখ এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তাটির পাকাকরণের কাজ শুরু করে।

ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার রাসেল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় আমরা কাজটি করতে পারিনি। তবে আমরা এখন দ্রুত কাজ শুরু করে শেষ করে দিব।

উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাজহারুল হক আকন্দ কালবেলাকে জানান, সড়কটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় আমরা কাজ শুরু করার জন্য ঠিকদার প্রতিষ্ঠানকে একাধিকবার তাগাদা দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে আমরা আবার রি টেন্ডার দেওয়ার ব্যবস্থা করব।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মাগুরায় বাল্য বিবাহ প্রতিরোধে সমাবেশ ও শপথ বাক্য পাঠ

‘আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো/একুশ পার হয়ে’- এই প্রতিপাদ্য নিয়ে

সাফ চ্যাম্পিয়নদের ফ্রিজ দিয়ে সম্মাননা ওয়ালটনের

নেপালে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ নারী