ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো কার্লোস আলকারাজকে। বাংলাদেশ সময় আজ সকালে নেদারল্যান্ডের তারকা বোটিক ফন ডে জান্ডসচুলপের কাছে হেরে গেছেন স্প্যানিশ এই তারকা।
দ্বিতীয় রাউন্ডের খেলায় আলকারাজ হেরে গেছেন ৬-১, ৭-৫, ৬-৪ ব্যবধানে। বিশ্বের তিন নম্বর তারকা ও ইউএস ওপেনে ২০২২ সালের চ্যাম্পিয়ন আলকারাজের এমন বিদায় রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। কারণ, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন র্যাংকিংয়ের ৭৪ তম খেলোয়াড়।
ইউএস ওপেনে বড় আশা নিয়েই এসেছিলেন আলকারাজ। এই আসরে গ্রান্ডস্লাম জিতলে বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয়ের রেকর্ড করতে পারতেন তিনি।