আগামীকাল রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। এই টেস্টে দু’টি মাইলফলক স্পর্শ করার সুযোগ বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের।
প্রথমটি হলো পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩৩ রান করলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ফরম্যাটে ৬ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন মুশফিক। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অভিষেকের পর এখন পর্যন্ত ৮৯টি টেস্ট খেলেছেন তিনি। ১১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৯ দশমিক ১১ গড়ে ৫৮৬৭ রান করেছেন মুশফিক।
মুশফিকের পর বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান আছে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ৭০ টেস্টে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৫১৩৪ রান করেছেন তামিম।
বাংলাদেশের পক্ষে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে আছেন শুধুমাত্র মুশফিক ও তামিমই।
এছাড়া ৩৪ রান করতে পারলে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দ্বিতীয় মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে ১৫,১৯২ রান করেছেন তামিম। এই মুহূর্তে মুশফিকের রান ১৫,১৫৯।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানের অসাধারন ইনিংস খেলে তিন ফরম্যাট মিলিয়ে তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দু’টি মাইলফলকের হাতছানি মুশফিকের
